মৃত পশু সৎকারে চুল্লি মহানগরে
এবার আর মৃত পশুদের দেহ যত্র-তত্র ফেলে দেওয়া যাবে না। নোংরা করা যাবে না পরিবেশ। মহানগরে মৃত পশুদের সৎকারের জন্য চুল্লি নির্মিত হয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রোমদনগরে। আজ, বুধবার বিকেলে সেই চুল্লির উদ্বোধন করবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। রাস্তার কুকুর, বিড়াল হোক বাড়িতে পোষ্য হোক, মৃত্যুর পর এই পশুদের ফেলে দেওয়া হয় কোনও আস্তাকুঁরে। আবার অনেক সময় দেখা যায় রাস্তার পাশে মৃত পশু ফেলে দেওযা হচ্ছে। যথাযথ ভাবে দাহ করা হয় না বেশির ভাগ ক্ষেত্রেই। ফলে পরিবেশ নষ্ট হয়। পশুপ্রেমীদের দীর্ঘ দিনের দাবি ছিল পশুদের জন্য় চুল্লির। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে। এবার অন্তত কিছুটা হলেও রক্ষা পাবে মহানগরের পরিবশে।